এই মহাবিশ্বে সবচেয়ে দামী, যদি কিছু থাকে
সেটা মা ছাড়া আর কিছুই নয়।
আমার ব্যথায়,কষ্টে, বিপদে-
আমার আগেই যার অশ্রু ঝরে
সে মা ছাড়া, আর কে আছে?
আমার জানা নেই।
আমার তরে, যদি কারো দুফোঁটা অশ্রু ঝরে
মূহুর্তের জন্য
তাতেও থাকে স্বার্থের লেপন-
নিঃস্বার্থ অশ্রু কেবল
মায়ের চোখেই থাকে।
এই পৃথিবীর কোথাও সুখ নেই
জল,স্থল,গগন, ভুতল সবকিছুই
অশান্তির দখলে!
দুদণ্ড সুখ মেলে, মায়ের আঁচলতলে-
আমার একহাতে পুরোপৃথিবী
মহাকাশ তুলে দাও-
অন্য হাতে শুধুই মা।
আমি সব ছেড়ে, শুধু মাকে নিয়ে
সুখের সাগরে ভেসে যাব।
আমার ইহকালের আমার পরকালের
দুটি জান্নাত, আমার মায়ের কাছে।