তোমাকে প্রথম দেখেছি আমি কৃষ্ণচূড়ার ছায়ায়
যে ছায়াতে ভোরের সূর্য ডাকে তোমায় আমায়।
যেখানে ফোঁটে কৃষ্ণচূড়ার অবাক করা ফুল
সে সব ফুলের চেয়ে সুন্দর তোমার কানের দুল।


প্রথম তোমার দেহের শাড়ি দেখেছে আমার দোস্যু দু চোখ
সেই শাড়িতে রং মাখিয়ে এঁকেছি তোমার মিষ্টি সেই মুখ।
তোমার ঠোঁটের অপূর্ব হাঁসি কেড়েছে আমার দৃষ্টি
তোমার কাছে হার মেনেছে কৃষ্ণচূড়া কিংবা শ্রাবনের বৃষ্টি।


তোমার কোপালে ছোট্ট টিপ যেন অস্তগামী সূর্য
ভালোবাসি, ভালোবাসি তোমাকে, সেই কথাটি বলতে
বাঁধ ভেঙ্গেছে, ভেঙ্গেছে অামার  ধৈর্য।