আশির দশকের এক লাঠিয়াল আমি
আমার চেয়ে তখন ছিলোনা কেউ দামি।
যৌবনের তীব্র শক্তি আর টগবগে রক্ত
ক্ষুদার রাজ্যে ক্ষুদার্ত আমি, তুবু পেশি ছিলো শক্ত।
কত তালুকদার জোয়ার্দারের পক্ষে ধরেছি লাঠি
আমার ভাগ্যে দারিদ্রতা ছাড়া নড়েনি সুখের কাঠি।
প্রথম বিয়েটা করেছিলাম শীলতলার পশ্চিম পাড়ে
ক্ষুদার রাজ্যে আরেকটি ক্ষুদা বেড়েছিলো আমার ঘাঁড়ে।
এদিকে শুরু হলো দেশে ভয়ঙ্কর অকাল
ক্ষুদার জ্বালায় পেটে বেঁধেছিলাম পাথর সন্ধ্যে সকাল।
তারপর বাধ্য হয়ে কাঁধে নিয়ে ছিলাম লাঙল হাতে ধরলাম হাল,
যে হাতে আমার লাঠি থাকতো, লোকে বলতো লাঠিয়াল।