কান কথা শুনে কেউ
দিয়ো'না দৌড়
ভবোময় ফেলে সব
ভেবে হায় গৌর।


অদৃশ্যে সব সময়
বিপদ রয় লুকে
ভেবে নাও ভেবে যাও
জ্ঞান  দিয়ে রুখে।


মন ভেবে বলে যায়
ঠকবে না ভবে
ভেবে সব করো কাজ
ভবোময় সবে


তবেই তো সফল জয়
জীবনের ধারে
ভেবে সব করো কাজ
জগতের পারে।।
                      
রচনা কাল-১১/১/২০২১