রক্তের পালাবদল
জয় মাখা একুশ,
সূচনা পরায়ণ একুশে নেচেছে মানুষ।
সূত্রাপাত একুশের জয়
স্বাধীনতা পেয়ে খুশি
রক্তে রঞ্জিত ছিল,
রাজপথে শত সৈনিক।
৫২ ভাষা আন্দোলন হয়েছিল,
রফিক,সফিক জব্বার শহীদ।
সেদিন এদের ছিল কণ্ঠে
প্রতিবাদের ঝড়
জয়ের নিশায় সকল বাঙালি
ছেড়ে ছিল ঘর।
পরাধীনতা মুছতে ভয় কাঁপন করে,
একুশের সূচনা-
ভরা বুলি জয়ের তরে
ছিনিয়ে আনলো
স্বাধীন বাংলা ভাষা কে।
আপন মায়া ত্যাগ করে
বাংলা রক্ষা করে ছিল জীবন দিয়ে,
সবাই আছি মিশে,
অমর একুশের বীরত্ব নিয়ে বুকে।
রক্তের বন্যা দিল বাংলাদেশে
প্রতিদান সূক্ষ্ম স্বাধীনতা এনে।