যেথা শক্তি, সেখানে ই শিব।
অজ্ঞানের মাঝে জ্ঞানের আলো
শক্তি র অফুরান ভান্ডার দেন শিব ।
সোমনাথ, মহাকালেশ্বর,ভীমাশ‌ংকর
অপূর্ব নামগুলি তাৎপর্য্যবুঝিয়ে দেয়
শিব শক্তি র তার মহিমার, করুণার।
ত্রিনয়নের বিচ্ছুরিত আলোকের দ্বারা
এক অদ্ভুত অলৌকিক জগতের
সন্ধান পেয়ে আমরা হ‌ই আত্মহারা।
শিবের প্রশস্ত মুখের হাসি অপরূপ
যে অনুভব করেছে সেই হয়েছে মন্ত্রমুগ্ধ।
শক্তির তেজস্বীতায় অশুভ শক্তি হয় অবলুপ্ত।