সভ্যতার বন্দরে নঞর্থক ব্যাস্ততা।
অস্থির জীবন- দুর্ণীতির আস্তরণ।
খুবলে খাওয়া পশুর বিচরণ।
হিংসার স্রোতে ভাসছে-
ভাঙ্গা ইতিহাসের বিলোল সূচিপত্র।
ডুবছে শতাব্দীর ঘাট।
বাক্ হীন নিঃশ্বাসে ভীরুতার সমাগম।
বৃশ্চিক সভ্যতার আগমন।

কল্লোল নদীর কাহিনীও আজ -
নিমগ্ন নিঃশব্দ ভূমিকায়
বৈরাগ্য সাধনায়।
অবজ্ঞার তাপ এসে দাঁড়ায়
ধূসর মৃত্তিকায়।
সবুজের মৃত্যু ঘটে বিদ্বেষের মোহনায়।
জেগে ওঠে-
উচচশির অট্টালিকার কলরব।
বিচ্ছিন্নতার অবয়ব।

ঐ শুনি গম্ভীর নির্ঘোষ
শোষণের হুঙ্কার ।
শুনি পাঁজরের প্রতিধ্বনি।
অনাহুতের আর্তনাদ।
দুঃসহ দিন- উত্তাপ হীন।
মারামারি - হানাহানি
কেবলই সঙ্ঘাত।
আছে শুধু বিশ্বাসের ছদ্মবেশ ।
দ্বেষ - বিদ্বেষ।
মৃত্যুর সংখ্যাই অবশেষ।

অনন্ত আকাশ চেয়ে দেখে আজ-
সভ্যতার অগ্রগতি।
মৈত্রী বিহীন বিচিত্র জলছবি।
চেয়ে দেখে অতীত সভ্যতা
সিন্ধুর পাড়- বিমর্ষ আজ।
আবিল দৃষ্টি তার
মৃত্যুর অববাহিকায়।
ওরা চায়- শতাব্দীর স্বচ্ছতায়
সভ্যতার শাশ্বত অধ্যায়।