যদি চলতাম সত্যপথে যথাযথ!
দিতো রব বৃষ্টি রাত ভর,
রাখত দিনের বেলা সূর্যের তেজে।
শুনতাম না বজ্রপাতের গর্জন!
পড়ত না গজব, থাকতাম শান্তিপূর্ণ।
হায়! যদি এমনই হতো।


মায়ার নবী করলো দুয়া-
হে রব! দিয়ো না বৃষ্টি আমাদের উপর-
পড়ে আছে পাহাড়, উচ্চভূমি টিলা,
আরো আছে উপত্যকা, বনাঞ্চল।
করো বর্ষণ সেথায় রহমত তোমার যত ইচ্ছা।


রহিম রহমান হইতো করতো তাই
যদি মোরা কৃতঘ্নই হতাম!!