দিও প্রভু সবসময় থামিয়ে,
যখনই ভুলে যায় তোমার বিধান
করে ফেলি সীমালঙ্ঘন।


তুমি প্রভু সৃষ্টিকর্তা,
তুমিই জানো কোনটা উপকারী!
তুমিই তো অন্তরজামি,
তুমিই সকল গায়েব জ্ঞানী।


মানুষ তো ভুলের উর্ধ্বে নয়,
আমি না হয় এক্টু বেশি পাপি!
যা তোমার রহনতের কাছে তুচ্ছ।
চাই তাই আবেগ ভুলে,
বিবেক জাগ্রত হোক।


বিবেক দিয়ে নিপাত যাক কালো আধার,
সুস্থ হোক মানবজীবন।
ডাকি তোমায়, করি প্রশংসা-
আল হামদুলিল্লা-হি রাব্বিল ‘আ-লামীন।