আমার বর্ষার দিন



আকাশ ঢাকা কালো মেঘে
সূর্য্য দেবের ছুটি
গাছের পাতা ঝড়ো হাওয়ায়
পড়ছে ভুঁয়ে লুটি


বইছে হাওয়া খিড়কি দিয়ে
আসছে জলের ছাঁট
ভিজছে আমার খাতা কলম
ভিজছে টেবিল খাট


ভেজা কাকে ঝাড়ছে ডানা
কার্নিশেরই তলে
পিপিলিকা করছে জোগাড়
রসদ দলেদলে


বৃক্ষশিশু রুপোর জলে
করছে খুশির স্নান
আসছে ভেসে মিষ্টি সুরের
বাদলদিনের গান


কাঁচের উপর জলের ধরা
কাটছে আঁকিবুকি
ভাবের ঘরে শব্দেরা সব
দিচ্ছে উঁকিঝুঁকি


গালেতে হাত বইছে মনে
খুশির ফল্গু ধারা
আকঁছি বসে আমার জগৎ
দিচ্ছে আবেগ নাড়া




                  ইকারাস