নবজাতকের মতো -
আমিও চেয়েছি এক অবাক পৃথিবী;
নদী কে থামিয়ে রেখে,  
চলো করি অনভ্যস্ত হাত ধরাধরি
নির্জন ঈর্ষা ঝাউ বনে;
কোন এক সপ্তাহান্তে, বিষাদের ইতি টেনে
ফিরে দেখা সাদাকালো ঝকঝকে দিন।  
মুঠো ভরা অণীহার অভ্যাসের ভালবাসা
স্থান পাক থেমে থাকা সময়ের কোলে;
কপোতির ঠোঁট ছুঁয়ে নিবিড়তম
এক বিন্দু জমে থাকা
টলটলে অলস দুপুরিয়া প্রেম,
পূর্ণতায় পরিসমাপ্তি হোক আসক্তি নবরূপে


                    ইকারাস