অশীতিপর



ইচ্ছাসমূহ আর প্রশ্ন করেনা বহুদিন;
জীবনের ভার ওষুধের হাতে আর
উঁকিঝুঁকি ছাই তৈরীর চুল্লিতে।


তথাপি শ্বাসবায়ু মুগদ্ধতায় অনাবিল,
সূর্যোদয়ের তাপ নেয় প্রভাতী আলোয়।
নতুনত্বের খোঁজ করে বাস্তবতায়-
দালালির বাঁচাটুকুই আঁকড়ে থাকা।
সব ভাল লাগে............
আসল নকল হিসেবনিকেস চলতে থাকে,
এইকি তবে পিছমুখো অশীতিপর
নকশিকাঁথার জীবন কাহিনী!



                         ইকারাস