সেদিন তুমি কি অবলীলায়
নিজেকে লুকিয়েছিলে,  
জীবনের সিঁদুর খেলায়!
বেঁধেছ শাঁখা-পলায় সব ভুলে,  
দুটি পান পাতায় আটকে দিয়েছিলে
লাজুক দুটি ভনিতার গহীন চোখ।
ধরেছিলে অজানা আঁশটে হাত,  
সেঁকেছ বহ্নিশিখায়।  
কি অভিনব পটুতায় মিশেছ
অজানার ভিড়ে,
নিজেকেই হারিয়ে ফেলে!
মেখেছ আড়ালে ছলনার নানা রং,  
সময়ের পরিহাসে।


জীর্ন পার্কের বেঞ্চ এখনও অপেক্ষায়,  
কিছু স্বপ্নের গল্প শুনবে বলে।
ওকে বলে দেব,স্বপ্নেরা সব বহুরূপী।


                              ইকারাস