বন্ধু তোমায় পড়ছে মনে  
সকাল দুপুর সন্ধ্যেবেলায়।
থাকতে পাশে বলতে তখন,  
জান লড়াব অবহেলায়


কোথায় যেন ভরসা পেতাম,  
কেউনা থাকুক বন্ধু আছে।  
বিপদ যতই আসুক পথে
বন্ধু আমার থাকবে কাছে।  


সব খাবারেই ভাগ ব্সাতাম
হোকনা সেটা নোনতা মিঠা।  
বন্ধু মানেই আইসক্রিমেতে
দুদিক দিয়ে বরফ চাটা।  


হুড়মুড়িয়ে স্কুলের গেটে
কাঁধের উপর হাতের ছোঁয়া,
স্কুল পালিয়ে বন্ধু' সাথে
কাশির সাথে বিড়ির ধোঁয়া।


মিথ্যে বলে বন্ধু পাশে
বুক চিতিয়ে দাঁড়িয়ে যেতে ,
ভাগ বসাতে কষ্ট দুখের
অবলীলায় মারও খেতে।


বন্ধু তুমি  ছিলে বলেই
প্রথম প্রেমের কাব্য পড়া,  
সুযোগ বুঝে ধর্মতলায়  
মেট্রো গ্লোবে ডেটিং করা।


উপার্জনের প্রথম টাকায়
রেস্তোরাঁতে দেদার খরচ।  
বন্ধু ছিলে আমার তুমি
বেকার কালের রক্ষা কবচ।


কোথায় যেন হারিয়ে গেলে
বন্ধু তুমি হটাৎ করে,
চিনতে তোমায় পারছি নাতো
যেদিন নিলে মুখোশ পরে।


বন্ধু তুমি কোথায় আছো,
আমি এখন বড়ই একা।
জীবনেতে কিছুই না থাক
খুব জরুরি বন্ধু থাকা।




                ইকারাস