গেটের কাছে তেঁতুল গাছে
মামদো ভূতের বাড়ী,
তারি নীচে আছে বাবুর
অম্ব্যাসেডর গাড়ী।
পেত্নীরা সব আসত যেতো
করতোযে হইচই,
আজকে সেসব নিচ্ছে বিদায়
দিনগুলি আর কই।
গাছ কাটছে ভাঙ্গছে বাড়ী
করছে বহুতল,
চারিদিকে দালালরা সব
খাচ্ছে আঙ্গুর ফল।
ভূতকে নিয়ে গল্প হতো
পেতো মানুষ ভয়,
ওরা নাকি শুধুইযে ভ্রম
ছেলেছোকরা কয়।
একটিবার যাকনা দেখি
ভূশণ্ডির মাঠ,
কিংবা ধরো নিশুতরাতে
একলা পুকুর ঘাট।
মাঠঘাটও দালালগুলো
দিচ্ছেনা যে ছাড়,
এই কারনেই মামদো ভূতের
মনটা বড়ই ভার।
আজকে নাকি বড়বাবু
দিচ্ছে বাড়ী বেচে,
শিল্পপতি ব্যবসায়ীরা
আসছে সবাই যেচে।
বড়বাবুর টাকাকড়ির
নেইতো মোটেই লোভ,
এ ব্যাপারেই ওনার ছেলের
বেজায় ছিল ক্ষোভ।
ছেলের চাপে বাধ্য হয়ে
বেচতে হলো বাড়ী,
কয়েকদিনে জায়গাটা তাই
দিতে হবে ছাড়ি।
কোথায় যাবে কিযে খাবে
কিযে ভবিষ্যৎ,
মিটিং করে ভূতেরা সব
নিচ্ছে এ-ওর মত।
মানুষরা সব টাকার লোভে
করছে বড়ই ভুল,
মরার পরে বুঝবে তখন
পাবেনা আর কুল।


                                   ইকারাস