ধুলোমাখা চরণ


ছন্নছাড়া জীবনের পরিযায়ী ভাবনাটুকুই সব
তবুও বাসা বাঁধা
স্বল্প সময়ে বুঝে নেওয়া
নির্দিষ্ট পরিকল্পনার স্বপ্নের সংসার


সব দেখাগুলো চোখে এঁটে আছে
কোলাজের মতন
আকাশের ঝোলা মেঘ অবাক হয়ে দেখে
বয়:সন্ধিকালে ঝাঁপিয়ে পড়ে টুপটাপ অকারণে


খুঁজতে খুঁজতে অনেক চলা হলো
মনে হয় কেন জানি
হয়তোবা যথেষ্ট নয় এই ধুলো পা
দুয়ারে রাখা জলে পা ধুয়ে আবার ঢুকেছি
প্রতিদিনের প্রতীক্ষার নিত্য সংসারে


                         ইকারাস