যে মৌমাছি মধু উদ্গীরণ করে,  
তাকে আমি চিনিনা-ভাবিওনা l  
আমার কবিতাকে ছন্দ দিয়েছিল
কবেকার ভুলে যাওয়া
শৈশব রোদ জল বৃষ্টি,  
আমি আর ঘুরে দেখিনা l
যে রক্ত মাংস নিয়ে গর্ব হয়,
কতদিন হয়ে গেল তাকে জড়িয়ে ধরে
কুঞ্চিত ললাটে চুম্বন করিনি l
মাঝে মাঝে সব ফিরে পেতে চাই,  
'আর সম্ভব নয়' অজুহাতে
বাঁচিয়ে রাখি আমার অমূল্য ইগো সত্তা l



             ইকারাস