নাকি অন্যকিছু



ঘুরতে ঘুরতে চলে এলাম আমার জন্য ধার্য্য করা
অপসৃয়মান সময়ের কাছে
দুটো ধাপ নেমে এলাম জলের নিকটে
নিজেকে দেখলাম...কিছুটা ফাঁকির প্রতিচ্ছবি
এখানেই দুহাত দিয়ে......


নাহ্, সবটুকু মনে নেই
আস্তে আস্তে আমার প্রতিবিম্ব স্পষ্টতর হচ্ছে
স্বস্তি পাচ্ছি একটু একটু করে
হ্যাঁ, একটু বাম দিকে ঝুঁকে পড়া পেয়ারা গাছ
ডালে গামছা রেখেই ঝাঁপিয়ে পড়তাম


স্থির আকাশ দুলে উঠত
আর এক নিমেষে কুচিকুচি হয়ে
ছড়িয়ে পড়ত
সব একাকার ছিন্নভিন্ন যুদ্ধবিদ্ধস্ত নাগরিক
শুধু আকাশ নয়, মেঘ পাখি সবকিছু চুরমার


এখন বুঝি ওটা সময়ের ছলনা
আমাকে দিয়ে নিজের ঔদ্ধত্যের ইচ্ছেটুকু
চরিতার্থ করতো


একটা বৃদ্ধ পাতা খসে পড়ল আলতো করে
তাড়িয়ে তাড়িয়ে প্যারাসুটের মত চলে গেলো
আমিও তলিয়ে গেলাম অতলে
সূর্য তখন অস্তাচলে....
সময়ের পরিহাস নাকি অন্যকিছু!



                        ইকারাস