সাফল্য  


তোমরা কী তিন বন্ধু জমায়েত হলেই
হুইস্কির বোতলে ঝড় ওঠে?
সাজিয়ে রাখা অপেক্ষমান কাঁচের গ্লাস
গেয়ে ওঠে টুংটাং?
ভদকা কী কেঁপে উঠে সুন্দরীর  ওষ্ঠের ছোঁয়ায়....?


অথবা ধরো তোমরা কী দালাল
স্ট্রিটে ঘুরে বেড়াও?
বা নিজেকে খুঁজে নাও নতুন
মডেলের গাড়িতে বা
তিন কামরার সাজানো ফ্ল্যাটে?
কিংবা উঠে বসো  সন্তানের
উচ্চাকাঙ্ক্ষার নাগর দোলায়।
হতে পারে কথায় কথায় উঠে যাও
আইফেল টাওয়ারে বা
নিদেন পক্ষে সিঙ্গাপুরের জল
মুখো সিংহের মুখে!


রবি ঠাকুর নিশ্চয় দেখা দেয়
মাঝেসাঝে টলমল পায় গিটার হাতে।
উনিতো ঘরের মানুষ,আসতেই পারে।


তাহলে জানবে তোমারই জয়,
তুমি সঠিক পথেই আছো।
জীবনে তুমিই সফল।


                            ইকারাস