শহীদের আফসোস


আমি কখনই শহীদ হতে চাইনি!
চাইনা গানস্যালুট বা ত্রিরঙ্গায ঢেকে থাকি।
সংসদের বার্তা বিবৃতি বা সহানুভূতিটুকু
অথবা ক্ষণিকের মিষ্টি অশ্রুজল।


আমি চেয়েছি শুধুই মাতৃক্রোড়ে লেপ্টে থাকা
শিশুটির খিলখিল হাসি অথবা রাতজাগা প্রেয়সীর আরো লাল সিঁদুরের ভরসার সতেজতা
হয়ত বা পিতামাতার স্বস্তির নিশ্বাস।


একটি বুলেট মাথানত করায় মাথা উঁচু করা মাথাগুলি। ভারী হয় মলিন বাতাস কৃত্তিম দীর্ঘশ্বাসে।
কতদিন অপেক্ষায় থাকব এফোঁড় ওফোঁড়
করে দেওয়া বুলেটের, একটু চাওয়া আর পাওয়ার পৃথিবীতে।


ভালো হত যদি পাওয়াযেতো এই সন্মান ,
যেদিন তুলেছিলাম এই ভূখণ্ডের ভার টুকু,
হতোনা আফসোস শহীদ হওযার।  


                           ইকারাস