অনেক যত্নে গড়া বাগানের ফুলগুলি
একে একে সব ঝরে গেছে।
এখন আর সেখানে রঙিন প্রজাপতিরা
ডানা মেলে উড়াউড়ি করে না।
সাজানো ছায়াবীথি নিজেই উজাড় করে
বিরাণ করেছি সবুজের সমারোহ।
এখন আর সেখানে পাখিদের মন মাতানো
কিচিরমিচির আড্ডা জমে না।
রংধনুর সাত রঙে রাঙানো বিশাল
নীল আকাশটা দেখি না কতদিন।
কতদিন পূর্ণিমার জ্যোৎস্না মাখি না গায়ে।
জানালার গ্রিল ধরে অপলক দেখা শুধু
এক ফালি নীল আকাশ যেন এখন আমার
নিত্যদিনের সঙ্গী।
আমার এই পৃথিবীটা দিনে দিনে ছোট
হতে হতে আর কত ছোট হবে?
ইদানিং শঙ্খচিলের মতো ডানা মেলে
উড়ে উড়ে সমুদ্রের গর্জন শুনতে
বড্ড ইচ্ছে করে।
বড্ড ইচ্ছা করে পূর্ণিমা রাতে জোনাকির
পিছু ধাওয়া করতে।
*****


রচনা কালঃ ১ অক্টোবর ২০২২