আমাদের আছে সুজলা সুফলা
লাল সবুজ এক দেশ
জন্মেছি আমি এই দেশে তাই
সুখের নাই তো শেষ।
আমার দেশের সবুজের বুকে
বিছানো কতনা সুখ।
তাইতো আমি বারবার দেখি
আমার দেশের মুখ।


আমার দেশের কৃষক শ্রমিক
মাঝি মাল্লা ও চাষী
নির্মল সুখে এ দেশের বুকে
ফলায় সোনালী হাসি।
আমরা মাঠেতে লাঙ্গল চালাই
আকাশে ও মেলি ডানা
সারা পৃথিবীতে লাল-সবুজের
গৌরব আছে জানা।


আমরা লড়েছি ভাষার জন্যে
আমরা এনেছি দেশ
আমরা গড়েছি সোনার বাংলা
দেখে সবে অনিমেষ।
আমরা লড়েছি মাঠে-ময়দানে
ফিরেছি বীরের বেশে
সোনার মুকুট তুচ্ছ করেছি
বাংলাকে ভালবেসে।


বুকের পাঁজরে শত্রু ঠেকাতে
আমরা করিনি ভয়
জান মান প্রাণ বিলিয়ে এনেছি
বাংলাদেশের জয়।
গৌরব গাঁথা ইতিহাস আমার
হৃদয়ে আছে লেখা
লাল সবুজ ঐ পতাকার বুকে
তাকালেই যায় দেখা।
*****


রচনাকাল: ১৫ ডিসেম্বর ২০২১