কাল যে ছিল ঝর্ণার মতো
আজকে কেন শান্ত?
কাল যে জীবন শুরু হল
আজ কেন তার অন্ত?


কাল যেখানে আশার আলো
আজকে কেন আঁধার?
কাল যেখানে নীল সমুদ্র
আজকে কেন পাহাড়?


কাল যেখানে অসীম সাগর
আজকে মরুভূমি,
কাল যেখানে ফুলের বাগান
আজকে শুন্য জমি।


কালকে যেটা সত্য ছিল
আজকে কেন স্বপ্ন?
কালকে যেটা অটুট ছিল
আজকে কেন ভগ্ন?


কালকে যে দিন কাটতো আমার
সুখ, আনন্দ, খেলায়।
বলতে পার আজকে কেন
যাচ্ছে সময় হেলায়?



রচনাকালঃ ১৭ মার্চ ২০০২