নির্বাচন আইসাছে আবার
করবেন কারে সমর্থন
দেশ ও দশের লাগি কারা
উজাড় করে দেয় জীবন।
শোনেন যদি মন দিয়া
করছি কিছু বর্ণনা
দেশ ও জাতির উন্নয়নে
কি কইরাছেন হাসিনা।


আমি তো ভাই অতশত বুঝিনা
দেখিতে চাই পরিবর্তন
ভালো মন্দ খুঁজি না।


বলছি শোনেন কান খুলিয়া
ভোট দিয়েন যারে খুশি
এই দেশ জনতার উন্নয়নে
কাহাদের অবদান বেশি।
জাতির পিতা মুজিব কন্যা
শেখ হাসিনার দুই নয়ন‌।
চোখ মেলিয়া দেখেছেন কি
বাংলাদেশটার উন্নয়ন?


আমি তো ভাই অতশত বুঝিনা
ক্ষমতা চাই নিজের হাতে
উন্নয়ন কি খুঁজি না।


যোগাযোগে উড়াল সড়ক
মেট্রোরেল আর টানেলটা
মিটিয়ে দিচ্ছে দূরত্ব সব
এগিয়ে যাচ্ছে এদেশটা।
ওই যে দেখেন পদ্মা সেতু
কি চমৎকার দেখা যায়!
হিংসে মরে নিন্দুকেরা
দুঃখে তাদের পরান যায়।


আমি তো ভাই অতশত বুঝিনা
জ্যামে বসে বাদাম খাবো
সেতু বিরিজ খুঁজি না।


ভেবেছেন কি এই দেশেতে
বিদ্যুতের কি উন্নয়ন!
শেখের বেটির নিগ্রানীতে
বাড়ছে কত উৎপাদন!
মাথাপিছু আয় বেড়েছে
দারিদ্রতা কমছে ভাই।
দেশের দশের কথা ভাবেন
এমন নেতা আর তো নাই।


আমি তো ভাই অতশত বুঝিনা
মঙ্গা ছুতোয় ভিক্ষা পামু
স্বচ্ছলতা খুঁজি না।


আইটিতে ভাই এই দেশটা
এগিয়ে যাচ্ছে অনেক দূর।
হাতের মুঠোয় সকল সেবা
বাজছে মনে সুখের সুর!
কমিউনিটি ক্লিনিক দেখেন
স্বাস্থ্য সেবা দোরগোড়ায়
অসুখ বিসুখে মহামারীরতে
সব প্রতিকার পাওয়া যায়।


আমি তো ভাই অতশত বুঝিনা
জন্ম মৃত্যু আল্লাহর হাতে
রোগ প্রতিরোধ খুঁজি না।


ভিটা মাটি নাইকো যাদের
কে ভাবে তাহাদের কথা?
হাজার ব্যথা বুকে নিয়েও
কে দেখায় মানবতা?
কৃষক শ্রমিক ছাত্র যুবক
অলস তো কেউ বসে নাই
নানান রকম শিল্পায়নে
হাসছে এদেশ দেখছি তাই।


আমি তো ভাই অতশত বুঝিনা
কে হাসে আর কে বা কাঁদে  
শিল্পায়ন কি খুঁজি না।


কলকারখানায় বিনিয়োগে
ভরসা করছে দাতার দেশ
দেখছে যখন শেখের বেটি
নিজের হাতে গড়ছে দেশ।
গড়ছে শিল্প বাড়ছে সুযোগ
আমার দেশের জনতার
উঠছে গড়ে সোনার বাংলা
দাবিয়ে রাখে সাধ্য কার?


আমি তো ভাই অতশত বুঝিনা
এইবার আমরা ক্ষমতা চাই
ব্যবসা শিল্প খুঁজি না।


খেলাধুলায় মান বেড়েছে
লড়ছে দেশের যুবারা
সকল খাতেই স্বপ্ন পূরণে
বহিছে উন্নয়ন ধারা।
শেখ হাসিনার চিন্তাধারায়
এগিয়ে যাচ্ছে সোনার দেশ
দেশ-বিদেশে সুনাম নিয়ে
বিজয়কেতন উড়ছে বেশ।


আমি তো ভাই অতশত বুঝিনা
যেভাবে হোক ক্ষমতা চাই
স্বপ্ন সুনাম খুঁজি না।


ভিটাবাড়ি ও আপনা স্বজন
সব হারা দেশের তরে
তবুও দেশের দশের কথা
সদাই তাহার অন্তরে।
গর্বে আমার বুক ভরে যায়
এদিক সেদিক ভাবি না
বট বৃক্ষের ছায়া হয়ে আছে
যতদিন শেখ হাসিনা।
তাইতো বলি দেখে শুনে বুঝে
উন্নয়নের এই জোয়ার
নৌকা-ই আসুক আবার।


আমি তো ভাই সহজ সরল
না বুঝেই ছিলাম ভুলে
চিন্তা করিনি কখনো এমন
দিয়েছো আমার চোখ খুলে।
বয়স আমার অনেক হল
দেখেছি তো অনেক নেতা
নিঃস্বার্থে এদেশের লাগিয়া
কেহই তো বলে না কথা।
সব হারিয়েও শেখ হাসিনা
রাখছেন জীবন বাজি।
আমি তোমার কথায় রাজি।


চতুর্দিকে শুনিতেছি শুধুই
শেখ হাসিনার জয়জয় কার
জয় বাংলা বাংলার জয়
নৌকা আসুক আরেকবার।
*****


রচনা কালঃ ২৩ অক্টোবর ২০২২