ওগো পূর্ণিমা চাঁদ
তোমার আলোয় ঝলমলে হলো
আঁধার কালো রাত
ওগো পূর্ণিমা চাঁদ।


তোমার আশায় তিমির আঁধারে
তেরোটি নিশি গেলো
অন্ধ অবুঝ মূর্খেরা কত
আঁধারে পথ হারালো,
দিশা হারা জাতি নিমগ্ন ঘুমে
গহীন তিমির রাত
রবির কিরণ লয়ে তুমি ভবে
জাগালে রাঙা প্রভাত।


পৃথিবীর মাঝে যা ছিলো আঁধার
তোমার কিরণে হায়
আলোকিত হলো প্রেমের ভুবন
অপরূপ দেখা যায়,
হাজার তারারা ঝিকিমিকি করে
জোনাকিরা দেয় আলো
এরূপ হেরিয়া নিজেরে ভুলেছি
তোমারেই বেসেছি ভালো।


আসমান হতে ভেসে আসে কত
ভুবন মোহন সুর
দুনিয়ার যত অশুভ ছায়া
সেই সুরে হলো দূর,
অমাবস্যার আঁধার ঘুচিলো
আকুল হলো এ প্রাণ
মরণ যদিগো আসে এ আলোয়
এ হবে স্বর্গ সমান।


ওগো পূর্ণিমা চাঁদ
তোমার আলোয় ঝলমলে হলো
আঁধার কালো রাত
ওগো পূর্ণিমা চাঁদ।
***


রচনা কালঃ ২৯ অক্টোবর ২০১৭