কোথায় আছ পিতা আমি জানি না
তোমার মমতা আজও খুঁজে পাইনা


তুমি ছিলে মন প্রাণ কোটি জনতার
বুক ভরা ভালবাসা ছিল যে তোমার
শোষিতের অধিকারে জীবনের সুখ
অকাতরে বিলিয়েছ হওনি বিমুখ
আজও সেই দেশপ্রেম খুঁজে জনতা
ঐ পার হতে তুমি দেখিছ কি তা
কোথায় আছ পিতা আমি জানি না
তোমার মমতা আজও খুঁজে পাইনা


তোমার স্বদেশ আজ বড় অসহায়
নেতারা পকেট ভরে ঘুষের টাকায়
দুঃখি মানুষের বুকে কত হাহাকার
শুনিতে কি পাও তুমি এই চিৎকার
নিপীড়িত মানুষেরে কত মমতায়
জড়িয়ে নিতে বুকে মনে পড়ে যায়
কোথায় আছ পিতা আমি জানি না
তোমার মমতা আজও খুঁজে পাইনা


তুমি হীনা অসহায় বাঙালির মন
শত লুটেরায় আজ করছে শোষণ
আজো কাঁদে বাঙালি চোখের জলে
ফিরিয়া আসিতে যদি এই সমতলে
মুছে দিতে আঁখি জল জড়িয়ে বুকে
সোনার বাংলা ভরে উঠতো সুখে
কোথায় আছ পিতা আমি জানি না
তোমার মমতা আজও খুঁজে পাইনা  
******


রচনাকালঃ ১০ আগষ্ট ২০১৮