ওগো মাওলা তুমি অনেক দিয়াছ আমারে
আমি ভাসিতে ছিলাম অকুল সায়রে গহীন আঁধারে
ঠাঁই দিয়ে তীরে এ জীবন তুমি আলোয় দিলে ভরে
ওগো মাওলা তুমি অনেক দিয়াছ আমারে


তোমারে চিনিতে হৃদয় দিয়াছ দিয়াছ এই অন্তর
ডাকিতে তোমারে ভক্তি দিয়াছ দিয়াছ যে এই স্বর
পথ চলিবার শক্তি দিয়াছ আরো দিয়াছ আপনজন
না চাহিতে তুমি দিয়াছ মোরে যাহা ছিল প্রয়োজন
নয়ন ছিলনা তুমিই আমারে দেখাইলে এই ধরনী  
আহারে বাহারে সাজাইয়া দিলে এই জীবন তরনী


আমার সকল সুখে ও দুঃখে তোমারই পরশ পাই
আগলে রেখেছ তুমিই আমারে কি আপন করুণায়
আমার যা আছে নাম যশ খ্যাতি এসব তোমারি দান
বলে দাও তুমি কোন সুরে গাই মাওলাগো তব শান
তুমি দিয়াছ আমারে বাঁচিবার আশা এই মহা সাগরে
কোনপথে গেলে কেমনে ডাকলে পাইবো তোমারে


কি নামে ডাকিব কেমনে শোধিব এমন প্রেমের ঋণ
দাওনাগো বলে জীবনের দামে তোমাতে হই বিলীন
তুলে দুই হাত চাইছি দিদার দাওগো দেখা আমারে
তুমি ছাড়া মোর আর কেহ নাই তরাবে শেষ বিচারে
যতনে গড়িয়া তুমিই দিয়াছ আমার এই দেহমন
চরণের তলে ঠাঁই দিও মোরে করি এই নিবেদন


ওগো মাওলা তুমি অনেক দিয়াছ আমারে
আমি ভাসিতে ছিলাম অকুল সায়রে গহীন আঁধারে
ঠাঁই দিয়ে তীরে এ জীবন তুমি আলোয় দিলে ভরে
ওগো মাওলা তুমি অনেক দিয়াছ আমারে

*******


রচনাকালঃ ১৪ জুন ২০১৮