লক্ষ প্রাণের বিনিময়ে এই
সবুজের বুকে লাল
সেই লালেতে খামচে ধরেছে
কোন শকুনের পাল?


কে মারিয়াছে কে বকিয়াছে
কে-ই বা দিয়াছে গাল,
আমার মায়ের বুক থেকে কে
ছিনিয়া নিয়াছে লাল?


আজো দেখি এই বাংলাদেশে
পাকিস্তানের ছায়া!
খুঁজতে হবে শিকড় তাদের
পুত্র কন্যা জায়া।


সবুজের বুকে লালের শোভা
আমার জন্মভূমি,
হৃদয়ে গাথিয়া রাখিয়াছি তারে
চিরকাল যাব চুমি।
***


রচনাকালঃ ২ মে ২০১৯


নোট: বিসিবি কর্তৃক জাতীয় দলের জার্সির রং পরিবর্তনের প্রতিবাদে লিখা। অবশ্য দেশপ্রেমিক জনগণের সমালোচনার মুখে জাতীয় পরবর্তীতে রং পরিবর্তন করা হয়নি।