আমার প্রভু দয়াময়
তোমারে দেখিবার মনে লয়।
তোমারে না পাইলে আমার
জীবন বিষাদময় গো।
আমার প্রভু দয়াময়
তোমারে দেখিবার মনে লয়।


তুমি আছো সবখানেতে
তবু নিরাকার
আরশে বসিয়া করো
পাপ পুণ্যের বিচার।
গোপনে থাকিয়া দেখো
কোন খানে কি হয়।
আমার প্রভু দয়াময়
তোমারে দেখিবার মনে লয়।


সকল কিছুই চলেগো জানি
তোমার ইশারায়
এই কথা ভাবিয়া আমার
বেলা বয়ে যায়।
না জানি কতো পাপ করেছি
মনে লাগে ভয়।
আমার প্রভু দয়াময়
তোমারে দেখিবার মনে লয়।


আমি পাপি তোমার কাছে
চাইছি করুণা
তুমি রহিম, তুমি রহমান
করে দাও ক্ষমা।
একটু রহম করোগো প্রভু
যদি দয়া হয়।
আমার প্রভু দয়াময়
তোমারে দেখিবার মনে লয়।
*****


রচনা কাল: ১৮ জানুয়ারি ২০২২