সবার উপরে মানুষ সত্য
আমরা কি ভাবি তাই!
আমরা ভাবছি ক্ষমতাই সব
এর বড় কিছু নাই।


কতনা আশা মানব জন্মে
গড়িলেন সারা দুনিয়া,
সাদাকালো আর ছোটবড়
সব একই উৎস দিয়া।


এই দুনিয়ার যেদিকে তাকাই
নাই কোন মনুষত্ব!
ক্ষমতা আর অর্থই যেন
সকলের কাছে সত্য।


ক্ষমতায় চলে খুন ধর্ষণ
অকারনে চলে গুলি
মানবতা আজ লুন্ঠিত দেখি
চলছে রক্ত হুলি।


অহং হিংসা সব খানে তে-ই
ভালোবাসা আজ পণ্য
মানুষের কাছে মানবতা
আজ তুচ্ছ বলেই গন্য।


খলিফা ওমর হারুন হাতেম
তেরেসারা ভবে নাই
সেই প্রেম প্রীতি মমতা বল
কোনখানে গেলে পাই।


নাই ভেদাভেদ মানুষেতে কোন
ইহা সকলের জানা
তবুও আজিকে অপরের সুখ
ভাবাটাই বুঝি মানা।


আমরাই সবে গড়িতে পারি
সুন্দর একটা দুনিয়া
কাহারো উপরে ঘৃনা নয় আর
শুধু ভালবাসা দিয়া।
*****


রচনা কালঃ ২৯ আগষ্ট ২০১৭