মানুষরূপী অমানুষ গুলো
দেখতে পাচ্ছি বেশ
তাদের মাঝে পাইনি খুঁজে
মনুষ্যত্বের লেশ।


হাত-পা-মাথা সবই আছে
দেখতে মানুষ যেন
শ্রেষ্ঠ জীবের তকমা আছে
তথাপি অসুর হেন।


মাদারীপুরে মানুষের ফাঁদে
মরেছে বানর কত
আনারসে ভরা বিস্ফোরকে
কেরালায় হাতি হত।


মায়ানমারে জলছে আগুন
দ্বীনের মুন্ডুপাত
কালোর 'পরে সাদার জুলুম
হায়রে শ্রেষ্ঠ জাত!


মানবতাহীন মানুষ দেখছে
বনের পশুরা সবে
মানুষের দল পশু হয় যদি
পশুদের কি হবে?


মানবিকতা শিকেই উঠেছে
কোথায় মাতা মেরী
প্রভু যীশু ও নবী মুহাম্মদ(স.)
কাঁদছো কি রূপ হেরি?


জন্মেছি আমি মানুষ রুপে
মানুষ থাকতে চাই
নাইবা যদি মানুষ হলাম
জীবনটা বৃথাই।
*****


রচনাকাল: ৫ জুন ২০২০