শুনোরে শুনো হে ভাই বোনেরা
শুনো আমার কথা
শান্তির দ্বীন ইসলামে কেন
বিদ্বেষ বৈরিতা?


কোথায় আজ সেই শান্তির দ্বীন
কোথা সে মুসলমান
আল্লাহ তে যার পূর্ণ ইমান
ছিল যারা মহিয়ান?


খলিফা বিহীন মুসলিম জাতি
বেসামাল দিশাহীন
এ কেমন রূপ ইসলামের আজ
ভেবেছ কি হে মুমিন?


চোখ মেলে দেখো বিবর্ণ আজি
নবীজির (স.) ইসলাম
যেদিকে তাকাই শুধু হানাহানি
রটিয়াছে দুর্নাম।


মনে কি পড়ে না বলেছেন নবী
রহমতুল্লিল আলামিন (স)
নেতা হীন কভু থাকিবে না ভবে
মুহাম্মদের (স) দ্বীন।


তেরোশো বছর হয়ে গেল পার
খবর রাখো কি তার
ইমাম মাহ্দীর যুগ চলে যায়
ভেবেছ কি একবার।


ডাকিছে তোমায় দ্বীনের মাহ্দী
হে নবীর (স.) উম্মত
আর কতকাল থাকিবে ঘুমিয়ে
ফুরালো বুঝিবা পথ।


আসমান হতে আসিবে না কেহ
থাকিও না চেয়ে আর
যাহার তালাশে বসে আছো তুমি
এইতো সে সারোয়ার।


এসো ভাই সব মুমিনের দল
থেকো না আর অচেতন
হৃদয়ের দ্বার খুলে দেখো তুমি
বিজয়ের আয়োজন।


থাকিতে সময় চিনে নাও তাঁরে
করিতেছি আহ্বান
মাহ্দীর(আ) হাতে দীক্ষা লইতে
হও ত্বরা আগুয়ান।


জেগে দেখো ঐ বেলা বয়ে যায়
হে নবীর(স.) উম্মত
আর কতকাল থাকিবে ঘুমিয়ে
ফুরালো বুঝিবা পথ।
*****


রচনাকালঃ ১৫ আগস্ট ২০২০


নোটঃ মহানবী (সা) বলেছেন প্রত্যেক শতাব্দীর শিরোভাগে ধর্মের সংস্কারের জন্য দুনিয়াতে মোজাদ্দেদ আসবেন। আমাদের সকলের ঈমানি দায়িত্ব এই শতাব্দীর মোজাদ্দেদকে খুঁজে বের করে তার কাছে দীক্ষা গ্রহন করা ও নবীজির (সা) সালাম পৌঁছানো।