বাবা, তুমি এখনও ঘুমে
আঁধার গেছে টুটি!
অফিসে কি যাবে না আজ
তোমার কি আজ ছুটি?


হাঁ রে বাবা হাঁ,
আজকে আমার ছুটি।
সবাই মিলে করবো খেলা
কাটিয়ে দিব সারাবেলা
তুমি আমি একই সাথে
হবে দারুন জুটি।


আচ্ছা বাবা,
ঈদের দিন তো দুইটা জানি
কুরবানী আর রোজার
ছোট্ট আরেক ঈদ রয়েছে
শুক্রবারে জুমার।
তার কোনটাই নয়তো আজ
অথবা জাতীয় দিন!
তবুও ছুটি, বলছে সবাই
আজকে ঈদের দিন?
নামাজ ছাড়া এ কেমনে ঈদ
বলবে আমায় খুলে
আনন্দের ওই মিছিল কেন
করতেছে সকলে?


বলছি তবে কাছে এসো
শোনো দিয়ে মন
এই দিনেতে জন্মেছিলেন
খোদার প্রিয়জন (স:)।
যাহার জন্য এই পৃথিবী
গড়লেন মালিক শাঈ
ত্রিভুবনের সেরা মানব
তাঁর মতো কেউ নাই।
মুহাম্মাদুর রাসুলুল্লাহ (স:)
তাঁহার অনুপম নাম
যেই নামেতে দিবারাতি
করি সবাই সালাম।
তাইতো করে জশনে জুলুস
আনন্দের মিছিল
যদিও এই রীতি ধর্মে
ছিল না সামিল।
নবীজির সুন্নত আর
হাদিসে প্রমাণ
ইসলামে এই আয়োজনের
নাই কোন বিধান।


আচ্ছা বাবা,
আমাদের জন্মদিন এলে
লাগে খুশির ধোম্
কেক কাটা আর বেলুন বাজি
বয়স গুনতি মোম!
নবীজির বেলাতে কি দোষ
এমন তর হলে
আনন্দেতে মাতি যদি
মুসলমান সকলে?


শোনো তবে নবীর জীবন
ইতিহাসের বয়ান
এই দিনেতেই হয়েছিল
নবীজির প্রয়ান।
তুমিই বলো এমন দিনে
কেমনে সুখে হাসি
বলছি যারা নবীজিকে
অনেক ভালোবাসি?


এই উম্মতের মুক্তিদাতা
জন্মেছেন এই দিনে
এই দিনেতেই প্রভুর ডাকে
গিয়েছেন প্রয়ানে।
আনন্দ আর শোকের মিলন
এই দিনেতেই তাই
চলো সবাই নবীজির তরে
দরুদ গেয়ে যাই।


আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন
ওয়া আলে মুহাম্মদ (স:)
ওয়া বারিক ওয়া সাল্লিম
ইন্নাকা হামিদুম মাজিদ।
*****


রচনা কালঃ ৯ অক্টোবর ২০২২