বলছিস মুখে "ভালবাসি"
অন্তরে তার নেইকো রেশ!
আমার দুঃখ দেখেও দেখছি
আছিসরে তুই আছিস বেশ।


মুখে প্রেমের খই ফুটে ঠিক
আগের মতন ভাবনা কই?
আহার নিদ্রা পোশাক ফ্যাশন  
কখন আমি কেমন রই?


বলছো বেজায় ভালোবাসি
মারছো বুকে বিষের বীণ!
আমার চোখে জল দেখেও
নাচছো সুখে তা ধিন্ ধিন্।


আমার হাসি আমার খুশি
আমার সুখের মূর্চ্ছনা,
তোমার ভালবাসার মাঝে
এইটা বোধ হয় মুখ্য না!


এমন আজব ভালোবাসা
কে দেখেছে এর আগে?
মুখেই মধুর ভালোবাসা
হৃদয় রাঙা বিষ রাগে।


এটাই নাকি ভালোবাসা
তাই এখনো আছি বেশ!
না যদি বা বাসতে ভালো
শেষ হতো কি দুঃখ ক্লেশ?


দেখছো আমি বেজাই ভালো
খাচ্ছি দাচ্ছি থাকছি বেশ!
তোমার আজব ভালোবাসায়
আমার নেইতো সুখের শেষ!


চোখ মুদিলেই দেখছি ধোঁয়া
তোমার ঐ ভালোবাসাতে!
নয়ন মেলে পাইনা তোমায়
তবু বাঁচি এই আশাতে।
*****


রচনাকাল: ১৭ মে ২০২১