ও চাঁদ তুই আয়না
আর যে দেরি সয়না
বসে আছি পথ চেয়ে
ঘরেতো মন রয় না।


ঈদের খুশি সঙ্গে নিয়ে
আসবি কবে বল না?
সাজিয়ে রেখেছি মনে
হরেক রকম বায়না।


নতুন রঙিন জামা
আনবে কিনে মামা
বাবা পাবেন পাঞ্জাবী
আম্মা পাবেন শাড়ি।


গুরুজনে ভক্তি করে
ঈদি নিব দুহাত ভরে
ও চাঁদ তুই তরা করে
আয়না আমার বাড়ি।


আরো অনেক খুশি
মনের ভেতরে পুষি
বলব তোকে সবই
লক্ষী চাঁদ আয়না।
*****


রচনাকালঃ ২২ মে ২০২০