আমারই জন্য জীবন বাজি
জন্ম দিতে গিয়ে,
দিবানিশি কত সয়েছ যে জ্বালা
সুখ স্বপ্ন নিয়ে।


না চাহিতে তুমি দিয়েছতো সবই
দিচ্ছে যেমন বিধাতা,
কি করে ভুলিব কেমনে শোধিব
এমন মধুর মমতা।


আমার জন্য রাত জেগেছ মা
পরিচিন্তিত সারাদিন,
জীবন দিয়েও পারিবোনা মাগো
শোধাতে তোমার ঋণ।


শৈশবে তখনো চাইতে শিখিনি
তুলে দিতে মুখে অন্ন,
নিজে নাখেয়ে আমাকে খাওয়াতে
তাতেই হতে ধন্য।


তোমার আদর তোমার সোহাগ
তোমার স্নেহের ছোঁয়া
রাতদিন মাগি তাই বিধাতায়
না যেন যায়গো খোয়া।


তোমার কাছে চিরঋণী মাগো
তোমার বুকের ধন,
ত্যাগীতে পারি মা তব তরে সবই
যদিও যায় জীবন।
*****


রচনাকালঃ ১৫ ফেব্রুয়ারী ২০০৩