জাগো বাঙালি জাগো।
নিজের মত বাঁচতে হবে,
স্বপ্ন সাধের বাঙালি জাতির
হারানো গৌরব আনতে হবে,
সোনার বাংলা গড়বো এবার
শাহবাগ থেকে ডাক এসেছে
আবার সবে জাগো।


জাগো বাঙালি জাগো।
কলংক সব মুছতে হবে,
পতাকার মান রাখতে হবে,
চেতনায় আঘাত করল যারা
তাদের বিচার করতে হবে,
শাহবাগ থেকে ডাক এসেছে
আবার সবে জাগো।

জাগো বাঙালি জাগো।
মায়ের কথা রাখতে হবে,
রাজাকারদের রুখতে হবে,
গগন কাঁপানো স্লোগানে ফের
ফাঁসির আদেশ আনতে হবে,
শাহবাগ থেকে ডাক এসেছে
আবার সবে জাগো।


রচনাকালঃ ১৩ই ফেব্রুয়ারী ২০১৩