জ্বইল্যা পুইড়া মরছে মানুষ
ঘর বাড়ি হইতাছে ছাই
সোনার দেশের সোনার মানুষ
আয় সবে দেশটা বাঁচাই


বইসা সুখে অন্তপুরে
বোমা মারার বার্তা ছুড়ে
তারাই দেশের সেবক সেজে
মাইতাছে মানুষ মারায়
সোনার দেশের সোনার মানুষ
আয় সবে দেশটা বাঁচাই


দেশে কিংবা অন্যদেশে
উঁকি মারে চোরের বেশে
আইন্যা তাদের এই মাটিতে
করবো বিচার রক্ষা নাই
সোনার দেশের সোনার মানুষ
আয় সবে দেশটা বাঁচাই


এখন কি আর আগের মতন
টগবগিয়ে উঠেনা খুন
যাচ্ছি আমরা রসাতলে
তবুও তোদের খবর নাই
কইরে তোরা সোনার মানুষ
আর তো ভাবার সময় নাই
সোনার দেশের সোনার মানুষ
আয় সবে দেশটা বাঁচাই


রচনাকালঃ ৫ মার্চ ২০১৫