তোর জন্য বিধাতার কাছে কাঁদিয়াছি আমি কত
তোর আশাতেই হৃদয়ে ছিল অজানা এক ক্ষত
মনের আশা পূরণ হলো পাইলাম আমি তোরে
দয়াময় তোরে দান করেছেন আমার হৃদয় পুরে।


চাঁদমুখ তোর দেখিবার আগে সেজদা করেছি তাঁরে
যার কাছে মোর সকল চাওয়া ছুটে যাই বারে বারে
তোর লাগি আমি দরবারে তাঁর মাগিয়াছি জ্ঞান মান
সদা হাসি মুখে থাকে যেন তোর দুনিয়া জুড়া শান।


চির নতশির দরবারে তাঁর থাকিস ওরে বাছাধন
সুখে-দুঃখে সদা ডাকিস তাঁহারে চির আপন যেজন
অপরের দুঃখে কাঁদিস সদাই অপরের সুখে সুখ
অপরের তরে নিজেরে বিলিয়ে উজ্জ্বল করবি মুখ।


জ্ঞানে মানে ধনে ঊঁচু কর প্রভূ তুমি মোর বাছারে
সদা অনুগত রাখিও তাহারে ঢাকিও ক্ষমার চাদরে
সদা পাশে থেকো প্রভূ দয়াময় তুমি ছাড়া কেহ নাই
তোমার ছায়ায় থাকে যেন সদা এটুকুই শুধু চাই।


******


রচনাকালঃ ৮ মে ২০১৬


উৎসর্গঃ আমার প্রাণ ভ্রোমরা নাদিম উর রহমান কে।