রমজানেতে রোজা রাখো ওহে মোমিন ভাই
রোজা শুধুই খোদার জন্য আরতো কিছু নাই।
এমন ইবাদতের ফজল যায়না হাতে গোনা
আপনারে জ্বালিয়ে ভাই করো খাঁটি সোনা।


রোজার বিনিময়ে খোদায় নিজেই প্রতিদান
আয়েশ ভুলে তাঁহার তরে দেখাও প্রেমনিশান।
খোদার লাগি আহার ভূজন ত্যাগ করিও দিনে
নিশীথ রাতে তাহাজ্জুতে ঝুঁকিও তাঁহার পানে।

গরীব দুঃখি ভুখা নাঙা নানান রঙের বেশে
দুনিয়াতে বিরাজ করেন খোদায় হেসে হেসে।
মনের যতো কালি সবই জ্বালিয়ে করো ছাঁই
নাজাত লাভ করে খোদার ছায়াতে লও ঠাঁই।


নামাজ যাকাত তিলাওয়াতের ছুটুক ফোয়ারা
প্রভুর নামে কাটুক তোমার দিবস নিশি সারা।
শয়তান সব বন্দি খাঁচায় বেহেশত দ্বার খোলা
রিপুর আবেগ দমন করে নিজেরে দাও দোলা।


শেষ দশকে তালাশ করো রাতের আঁধারে
খুঁজে পাবে তোমার পাশেই মহান খোদারে।
করুণাময় খোদা আমার দয়ার সীমা নাই
মনের যত চাওয়া পাওয়া খুঁজিয়া লও ভাই।


আজকে তোমার দরবারেতে করছি মিনতি
আমাদেরে দেখাও তোমার নূরের জ্যোতি।
তোমার খুশির তরে ওগো মোদের এ সংযম
কবুল করে নাওগো প্রভু আমরা যে অধম।
******


রচনাকালঃ ২৯ মে ২০১৮