তোমার কোলে জন্মেছি মাগো
বক্ষে দিয়েছো ঠাঁই
তারা বলে এই মাটিতেই নাকি
আমার অধিকার নাই!


তোমার জন্য জীবন দিয়েছি
হারিয়েছি সম্ভ্রম
এ বুকের তাজা রক্ত ঢেলেছি
কার চেয়ে এটা কম?


তোমাকে আনতে খুঁজিনি ধর্ম
মসজিদ ও মন্দির
আজ তারা ভাঙ্গে ধর্মের নামে
ছোট্ট সুখের নীড়।


এক হয়ে মোরা লড়াই করেছি
হিন্দু মুসলমান
ধর্মের নামে ছিল না সেদিন
ভেদাভেদ অভিমান।


তোমায় স্বাধীন করতে মাগো
ছেড়েছি বুকের ধন
আমাকেই পর করতে তাদের
কেনো এত আয়োজন?


সেদিন তোমাকে চিনেনি যারা
আজ সেজে মহাজন
শকুনের মতো হামলে পড়ছে
ভাঙতে চাইছে মন।


এ মাটি আমার রক্তে কেনা
আছে সম অধিকার
সকলের তরে সকলে আমরা
সন্তান এই মা'র।
*****


রচনাকাল: ৩ ডিসেম্বর ২০২০


উৎসর্গ: ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা সহ সকল বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা।