তোমরা আমায় দাওনা এনে
একটা সুখের চাদর
যেই চাদরে থাকবে মা'য়ের
স্নেহ মাখানো আদর।

মা'যে আমায় রাখতো বুকে
উষ্ণ ভালোবাসায়
সেই চাদরও রাখবে জড়িয়ে
মা'য়ের মতো মমতায়।


বলছো সবাই মিশে আছে 'মা'
ঐ আকাশের তারাতে
দেখছি আমি যেদিকে তাকাই
জড়ানো মা'য়ের স্মৃতিতে।


মন ভরে না কোনো কিছুতেই
খুঁজে ফিরি মা’য়ের আদর
তোমরা আমায় দাওনা এনে
একটা সুখের চাদর।
*****


রচনাকাল: ৫ই জুন ২০১৯


বিঃদ্রঃ মা'কে ছাড়া প্রথম ঈদ। প্রতিটা ঈদেই নামাজ শেষে ঘরে এসে মায়ের সাথে কোলাকোলি করতাম। সেই আলিঙ্গনটা মিস করছি ভীষণ। সুখে থাকো 'মা'।