আমাদের সবই আছে মাটি পানি ফসলে
তবুও পাইনি কিছু নিজেদের দখলে,
কতকাল বঞ্চিত বাংলার জনগন
সবকিছু আছে তবু ভরেনাতো প্রাণমন।


একদিন জেগে উঠে সাতকোটি বাঙালী
থাকবনা আর মোরা হয়ে কারো রাখালি,
এক নেতা ডেকে বলে এস করি চুক্তি
সবে মিলে এনে দেব বাঙালীর মুক্তি।


কৃষক শ্রমিক আর ছাত্র কি জনতা
এক সাথে মিলিয়া গড়ে তোলে একতা,
খোদা বলে বাঙালীর হবে ‘মনতুষ্টি’
শুনিয়া গগণে উঠে বাঙালীর মুষ্ঠি।


বাংলার চেতনা নিয়ে নিজ মননে
গগণ কাঁপিয়া তুলে বিজয়ের স্লোগানে,
সকল বাঙালী হয়ে এক জোটবদ্ধ
অধিকার আদায়ে শুরু হয় যুদ্ধ।


প্রাণ-মান যাক তবু সইবনা অন্যায়
সবুজ জমিন ভাসে রক্তের বন্যায়,
কেউ হাতে অস্ত্র কেউ ত্যাগে প্রিয়জন
বিজয়ের লাগি লরে সকলেই আমরণ।


এইভাবে নয় মাস সম্মুখ সমরে
একে একে নাশ করে শত্রুর বহরে,
অবশেষে একদিন ছিঁড়ে সব নাগপাশ
আমাদের ছেলেরা গড়িল এক ইতিহাস।


‘জয়-বাংলা’ ডাক বিশ্বকে শুনিয়ে
বিজয়ের সূর্য্যটা নিয়ে এল ছিনিয়ে,
মা মাটি দেশ আর আমাদের অধিকার
আমাদের সবকিছু ভালোবাসা মমতার।
*****


রচনাকালঃ ৮ ডিসেম্বর ২০১৪