দিলিনা দিলিনা
সময়ে তো দিলি না
বন্ধু তোর ভালোবাসা
আমায় দিলি না।


এখন এই শেষ বেলাতে
হাত রেখে আমার হাতে
করলি আমায় দেওয়ানা।
দিলিনা দিলিনা
সময়ে তো দিলি না
বন্ধু তোর ভালোবাসা
আমায় দিলি না।


প্রথম যৌবনের কালে
বন্ধুরে তোর লাগি
রোদে পুড়ে জলে ভিজে
হইছিলাম বিবাগি।
নদীর ধারে পুকুর পাড়ে
মারছি উঁকি কতো
তোর অবহেলায় মনে
পাইছি হাজার ক্ষত।
না বুঝে মোর ভালোবাসা
ভাইঙাছিলি সকল আশা
মনের দুঃখ গেল না।


দিলিনা দিলিনা
সময়ে তো দিলি না
বন্ধু তোর ভালোবাসা
আমায় দিলি না।
*****


রচনা কাল: ৬ নভেম্বর ২০২০


নোট: কবিতাটির নামকরণে সহায়তা করে আমাকে ঋণী করেছে প্রিয় বন্ধু রুমানা প্রিয়া।