শহুরে বৃষ্টি টিনের চালেতে
রিমঝিম সুরে বাজেনা
সাত রং মেখে আসমানটাও
রংধনু রূপে সাজেনা।


জলের বুকে রাজ হংসের
সাজানো মালা ভাসেনা
টিপ টিপ জলে পাপড়ি ভিজিয়ে
বর্ষারাণীও হাসেনা।


বর্ষার জলে গ্রাম্য বালিকা
ভেলায় সাঁতার কাটেনা
বৃষ্টিতে ভিজে ঠেলা জাল লয়ে
মাছ ধরিতে হাটেনা।


কাদামাটি জলে মাখামাখি করা
বন্ধুরা আর জুটেনা
ঝড়ের দিনে ছেলেমেয়ে সব
আম কুড়াতে ছুটেনা।


সাথীদের লয়ে বৃষ্টির দিনে
তাশের আড্ডাটা জমেনা
রুপালি নূপুরে বর্ষার জল
ঝুম ঝুম তালে নাচেনা।


এখানে সকলে বৃষ্টির দিনে
জীবিকার টানে ভিজে
সুখানন্দের সেই দিন গুলো
শহরে পাবেনা খুঁজে।
******


রচনাকালঃ ২৮ জুন ২০১৮