কোথায় পাব ভালোবাসা
কে-ইবা আপনজন
সারা দুনিয়া খুঁজে বেড়াই
দেখি সবই প্রহসন।


কেউবা চাহে আধিপত্য
কেউবা করতে শাসন
কেউবা চাহে মনিব হতে
কেউবা চাহে আসন।


কেউবা চাহে গুণকীর্তন
কেউবা দিতে সাজা
কেউবা শুধুই সমীহ চায়
নিজেই সেজে রাজা।


কেউবা চাহে মোসাহেবী
কেউবা শুধুই তোষণ
কেউবা মিথ্যা অহংকারে
করিতে চায় শোষণ।


কেউবা চাহে অর্থ-কড়ি
কেউবা গয়না শাড়ি
কেউবা শুধু ভরণপোষণ
কেউবা বাড়ি গাড়ি।


কেউবা চাহে রঙের মহল
কেউ দামি ফার্নিচার
কেউবা চাহে বিলাসিতায়
করতে জীবন পার।


কেউবা চাহে শরীরটাকে
কেউবা গায়ের রং
কেউবা যৌন সুখসম্ভোগ
কেউবা প্রেমের ঢং।


ভালোবাসাটা স্বার্থে বন্দি
কোথাও তো পাবে না
নিঃস্বার্থে যা স্রষ্টার পরেই
দিয়েছেন আমার মা।
*****


রচনা কাল: ১৯ সেপ্টেম্বর ২০২২