তুমি শুধুই তুমি।
আমি দিক দিগন্তে অনেক খুঁজেছি,
কোথাও তোমার তুলনা খুঁজিয়া পাইনি।
আমি নভচারী হয়ে মহাশূন্যে অনেক ঘুরেছি,
দেখেছি আকাশের বিশালতা, দেখেছি তার দিগন্ত।
উন্মাদের মত খুঁজেও তোমার মনের দিগন্ত পাইনি।
আমি ডুবুরি হয়ে কত সাগরের গভীরতা মেপেছি।
সাগরতলে উদ্ভিদ আর প্রাণীর খেলা দেখেছি।
আবার তোমার মনে ডুবতে ডুবতে
ক্লান্ত হয়ে পরেছি,
তবু পাইনি খুঁজে তার কোন তল।
আমি সু-ঊচ্চ পাহাড়ের চূড়ায় উঠেছি,
ভুমিকম্প আর বজ্রপাতে তার কাঁপন দেখেছি।
আবার মেঘে মেঘে তার ক্ষয়ে যাওয়া ও দেখেছি।
দেখেছি ঝরণার শত আঘাতে তার বুকের ক্ষত।
তোমার হৃদয় গহিনে বিচরণ করেছি দিনরাত,
দেখেছি শত আঘাতেও তোমার অবিচলতা।
আসলে তোমার কোন তুলনা নেই।
তুমি তুলনাহীনা।


*******


রচনাকালঃ ২৮ মে ২০০২