হে মুজিব তুমি বাঙালির প্রাণ
বাঙালি জাতির পিতা
পরাধীনতার শৃংখল ভেঙ্গে
এনে দিলে স্বাধীনতা।


তুমি দিয়েছ জাতীয় পতাকা
দিয়েছ মুক্ত আকাশ
সবুজ শ্যামল এই বাংলাতে
মুক্ত স্বাধীন আবাস।


তর্জনী তব দিয়েছে মোদেরে
জেগে ওঠিবার শক্তি
তোমার বজ্র কন্ঠের ডাকে
দিয়েছে এনে মুক্তি।


তুমি দিয়েছিলে বাঁচার সাহস
শোষিতের বুকে বল
তুমি নিপীড়িত এই জনতার
আরাধনার ফসল।


অবহেলিত এ জাতিরে তুমি
এনে দিলে স্বাধিকার
আপন ভূমিতে আপনার মত
বাঁচিবার অধিকার।


হিমালয় সম দৃঢ়তা তোমার
জাতিরে করেছে বীর
প্রতিবাদের প্রেরণা দিয়েছে
তোমার উন্নত শির।


ধুলায় মিশিয়ে অবিনীত যত
হায়েনার অহংকার
তুমি দিয়েছ মাথা উঁচু করে
বাঁচিবার অধিকার।


তুমি দিয়েছিলে যুদ্ধ জয়ের
অবিচল প্রত্যয়
তোমার স্বপ্নে এ জাতি পেল
নতুন সূর্যোদয়।


যতদিন রবে বাংলা বাঙালি
তুমি রবে অন্তরে
হে মুজিব তুমি থাকবে জেগে
বাংলার ঘরে ঘরে।
*****


রচনা কাল: ২২ আগষ্ট ২০২২