জয়ী হতে হতে আমার হলো না যে জেতা,
একঘেয়ে তাই হয়ে গেছি খুব,
আর নেই স্বাধীনচেতা।
সভ্যতার গলিতে আমি পাইনি কোন ঠাঁই,
লজ্জায় অপমানে আমি তাই দূরে সরে যাই,
আর পিছু ফিরে চাই!


'অলক্ষুনে সৌন্দর্য'
সবকিছুর মূলে তুমি!


মায়া ভরা চোখের অশরীরী টান ,
ভুলে যাই সুর ,সব বিদ্রোহী গান!
নির্লজ্জতার সেই চোখে-চোখ দৃষ্টি ,
আমার আকাশে কেন অসময়ে বৃষ্টি!


প্রেমিকার গা বেয়ে চুয়ে পড়ে অভিনয়,
প্রেম ছিল বাস্তব, শুধু কোন ছবি নয়!
ব্যর্থতার ছায়া তলে শুয়ে পড়ে ক্লান্তি,
ভয় এসে জেগে তোলে, ভেঙে সব ভ্রান্তি!


'অলক্ষুণে সৌন্দর্য'
সবকিছুর মূলে তুমি!


মিথ্যার ছোঁয়া পেতে পেতে
জানি তোমার ঠোঁটের রেখা
একদিন ক্লান্ত হয়ে যাবে!


অভিমানি পাপও তেমন
প্রায়শ্চিত্তের খোঁজে আস্ত একটা
উন্মাদ হয়ে যাবে!


'অলক্ষুণে সৌন্দর্য'
তোমারই জন্য.….


মহামারী লেগে গেছে আমার এই শহরে,
হাহাকার করছে আধা-মরা বুক।
ফুসফুস চাইছে অজস্র নিকোটিন,
শেকলে বেঁধে রাখে চেনা সে চিবুক!


কবিতার গা ঘেঁষে আমি বেঁচে আছি তাই,
সব ব্যথা ভুলে গিয়ে শুধু আজ আত্মতৃপ্তির গান গাই।