আমার যত সীমাবদ্ধতার সূচনা তুমি,
যে আমি ছিলাম সবুজে মোড়ানো
হয়ে গেছি মরুভূমি।


যে আমি ছিলাম উজ্জীবিত প্রাণ এক,
স্মৃতির ভারেতে হয়ে গেছে নত,
করিনি তাদের ত্যাগ।


কলিজা ছেড়ার প্রতিযোগিতায়
আমি এগোতে পারিনি কিছুতে।
মিথ্যার পায়ে চাপা পড়ে তাই
তলিয়ে গিয়েছি নিচুতে!


আঠারো আমি হয়ে গেছি প্রায়,
তবু করতে পারিনি কিছু।
বাস্তবতা এগোতে বলছে,
হতাশা টানছে পিছু!


সমাধান জানা নেই,
এই সমীকরণের।
জীবনের গল্পে
শুধু অপেক্ষা মরণের!


না, এটা হতাশার কবিতা নয়!


নিজেকে আমি পোড়াতে চাই না,
করতে চাই না ক্ষয়!
নিজের থেকে নিজেকে হারানোর,
বড্ড ভয় হয়!


অন্ধকার আজ তাই শুষে খায় রোশনা!
মহাকাশ হেরে যায়,জিতে যায় ল্যাম্পপোস্ট,
আর জেতে জোছনা!